সিলেটপোস্ট রিপোর্ট :চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে আরো ১১৬ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে পরোয়ানাভুক্ত রয়েছেন ৫২ জন। নিয়মিত মামলার আসামি আছেন ৭ জন।