খুলনায় অজ্ঞাত লাশ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৫, ১২:০৬ অপরাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :খুলনায় অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল ১০টার দিকে নগরীর সাহেবের কবরখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সকালে কবরস্থানের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।তিনি জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।