সিলেটপোস্ট রিপোর্ট :দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে আয়োজন করার অভিযোগে বর ও কাজীসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেবুর রহমানের নেতৃত্বে শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- বর আলমগীর হোসেন (২৫) ও কাজী মজিবর রহমানকে (৪৫) এক মাসের কারাদ- এবং বরযাত্রী ফিরো জিদুল ইসলাম (২৫), রহিদুল ইসলাম (২৬), মো. আনিছুর রহমান (২৫) ও মো. আরিফ হোসেনকে ১০ দিনের কারাদ- প্রদান করা হয়।
খানসামা থানার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত ১০টায় খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্নখলী গ্রামের হামিদুল ইসলামের কন্যা ৮ম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে একই এলাকার ওয়াজেদ আলীর পুত্র আলমগীর হোসেন (২৫) গোপনে বিয়ের আয়োজন করেন।বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেবুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেয়। এ সময় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।