সিলেটপোস্ট রিপোর্ট :গাজীপুর ও রংপুর সিটি করপোরেশন এলাকাকে মেট্রোপলিটন করা হচ্ছে। এ দুটি সিটি করপোরেশন এলাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদলে পৃথক মহানগর পুলিশ বাহিনী গঠন করা হচ্ছে। এসংক্রান্ত দুটি খসড়া আইনের প্রস্তাব আজ সোমবার মন্ত্রিসভায় উত্থাপনের কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।‘গাজীপুর মহানগর পুলিশ আইন, ২০১৫’ এবং ‘রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৫’- এর খসড়া এরই মধ্য মন্ত্রিসভায় উত্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে। প্রস্তাবিত আইনের খসড়ায় গাজীপুর জেলার জয়দেবপুর, টঙ্গী ও কালিয়াকৈর থানার মৌচাক ও সফিপুর ইউপি এলাকা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গঠন করার কথা বলা হয়েছে। সালনা, জয়দেবপুর, চৌরাস্তা, কোনাবাড়ী, মীরেরবাজার, বোর্ডবাজার, মৌচাক, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম এই ১০টি এলাকা নিয়ে জিএমপির ১০টি থানা করার প্রস্তাব করা হয়েছে।অপরদিকে, রংপুর সিটি করপোরেশন এলাকায় ছয়টি থানা নিয়ে রংপুর মহানগর পুলিশ ইউনিট করার প্রস্তাব করা হয়েছে। ছয়টি থানা হল- কোতোয়ালি, হাজীরহাট, পরশুরাম, তাজহাট, মাহীগঞ্জ ও হারাগাছ।
মেট্রোপলিটন হচ্ছে গাজীপুর ও রংপুর সিটি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৭, ২০১৫ | ৯:২৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »