সিলেটপোস্ট ডেস্ক : মাত্র ৬০ রানের লক্ষে খেলতে নেমে ৯.৫ বলে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সাকিবের রংপুর।
৬০ রানের লক্ষে খেলতে নেমে ইনিংসের ২য় ওভারে মোহাম্মাদ শহিদের বলে ৫ রান করে আউট হন সিমন্স। এরপর ৬ষ্ঠ ওভারে আবারও শহিদের আঘাতে সাজঘরে ফেরেন ১১ রান করা সৌম্য সরকার।
এরপর জহিরুল এবং সাকিবের ব্যাটে মাত্র ৯.৫ বলে ৬০ রানে পৌঁছে রংপুর। সাকিব আল হাসান ২৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন এবং জহিরুল ১৩ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শহীদ আফ্রিদির নেতত্বে সিলেট সুপারস্টারস। ব্যাটে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছে মুশফিকরা। জেতার জন্য সাকিবদের প্রয়োজন ২০ ওভারে মাত্র ৬০ রান।
খেলতে নেমে প্রথম ওভারেই আরাফাত সানির বলে ০ রানে বিদায় নেয় মুনাউয়েরা। তৃতীয় ওভারে বল করতে এসে আবারও আঘাত হানেন সানি। এর ফরে মাত্র ৫ রানে ফিরতে হয় গত ম্যাচে ম্যান অব দা ম্যাচ হওয়া জুনায়েদ সিদ্দিককে।
এরপর আবার ৫ এভারের শেষ বলে মুশফিককে সাজঘরে ফেরান সেই সানিই। মাত্র ৯ রান করে আউট হন তিনি।
এরপরের এভারে বলে এসে একই এভারে ৮ রান করা নুরুল হাসান এবং ৪ রান করা আফ্রিদিকে ফেরান সাকিব আল হাসান। ৭ম এভারের ৫ম বলে ০ রানেই আরাফাত সানি ফিরিয়ে দেন নাজমুল হোসাইন মিলনকে। নবম ওভারে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে ৫ রান করা বোপারাকে ফেরান পেরেরা।
সর্বশেষ দশম ওভারে মোহাম্মাদ নবীর বলে সাজঘরে ফেরেন ৪ রান করা আব্দুর রাজ্জাক। ১২ তম ওভারে নবীর বলে ফেরেন ২০ রান করা সোহেল তানভির এবং ০ রান করা রুবেল হোসেন।