সিলেটপোস্ট রিপোর্ট :রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় বিউটি পার্লারে সাজতে গিয়ে শিল্পী আক্তার (২৩) নামে এক গৃহবধূ আগুনে দগ্ধ হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।গৃহবধূর স্বামী নাজমুল হাসান জানান, আমাদের পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য শিল্পী দক্ষিণ কেরাণীগঞ্জ কুইন বিউটি পার্লারে সাজতে যান। পার্লারে বিদ্যুৎ না থাকায় মোম বাতি নিয়ে বাথরুমে গেলে এ দুর্ঘটনা ঘটে।এরপর খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।