সিলেটপোস্ট রিপোর্ট :জাতীয় পার্টির অনেক প্রার্থীকে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সে বিষয়ে আমারও সন্দেহ আছে। সকল মানুষের মনেও সন্দেহ আছে। তিনি অভিযোগ করে বলেন, আমার অনেক প্রার্থীকে নমিনেশন সাবমিট করতে দেয়া হয়নি। এখনও অনেক প্রার্থীকে মনোনয়নপত্র তুলে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে।আজ সোমবার বেলা ৩টায় রংপুর পল্লীনিবাসে এরশাদ এসব কথা বলেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদকে ‘সাবেক রাষ্ট্রপতি বলা নিয়ে করা’ মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আমি বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি ছিলাম, আছি এবং থাকবো। এ সম্পর্কে কোর্টের রায়ও আছে। তাই এ প্রসঙ্গে কে কি বললো সেটা দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী হয়তো জিয়াউর রহমান প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে টেনেছেন।এরশাদ সোমবার বেলা সাড়ে ১২ টায় সৈয়দপুর বিমানবন্দরে আসেন। সেখান থেকে তাঁকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রায় রংপুর পল্লী নিবাসে নিয়ে আসা হয়। এসময় তার সঙ্গে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি আসিফ শাহরিয়ার প্রমুখ।তিনি মঙ্গলবার সকালে ৫ দিনের সফরে বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারত যাবেন। ১২ ডিসেম্বর তিনি একই পথে রংপুর ফেরার কথা রয়েছে।