সিলেটপোস্ট রিপোর্ট :রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষিকাকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষিকা কস্তুরী দত্ত মজুমদার জীবনের নিরাপত্তা চেয়ে তেজগাঁও থানায় একটি জিডি করেছেন।তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকতা এএসআই আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে স্কুলের প্রধান শিক্ষিকা থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর-৪৩৩। জিডিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় তার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পরিচয় দিয়ে তাকে গলা কেটে হত্যা করার হুমকি দেয়। তাকে আরো বলা হয় যে, ব্লগার বা খাদেমদের যেভাবে হত্যা করা হচ্ছে, ঠিক একই কায়দায় তাকে হত্যা করা হবে। ঐ কর্মকর্তা আরো জানান, যে মোবাইল নম্বর থেকে হুমকি দেয়া হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে।
আনসারুল্লাহ’র নামে সরকারি বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষিকাকে গলা কেটে হত্যার হুমকি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৯, ২০১৫ | ৭:৩৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »