রাষ্ট্রপতির ছেলে ও পিএস পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ৩

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৫, ১২:১৫ পূর্বাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :রাষ্ট্রপতির পিএস ও ছেলে পরিচয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে মামলার তদবির করার অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারকরা খুবই ধুরন্ধর। তাদের সাথে কথা বলে প্রতারণা ধরা কঠিন। তার সাথেও প্রতারণার চেষ্টা করা হয়েছিল বলে জানান ওসি।এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) মুন্তাসিরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি জেনে জানাচ্ছি।