সিলেটপোস্ট রিপোর্ট :আজ বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মানুষ একদলীয় স্বেচ্ছাচারী শাসন, গোষ্ঠী, বর্ণ ও জাতিগত সংঘাতে অবলীলায় খুন ও গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। অদৃশ্য হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে অসংখ্য মানুষ।১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, এই দিনে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক ও মানবিক অধিকারহারা নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। যারা বাক, ব্যক্তি, চিন্তা, প্রার্থনা, মূদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে ক্ষমতাসীন স্বেচ্ছাচারী গোষ্ঠির নৃশংস নিপীড়ণে আত্মদান করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।প্রসঙ্গত, জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বাণীতে খালেদা জিয়া ‘অদৃশ্য হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১০, ২০১৫ | ১২:৩১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »