সংবাদ শিরোনাম
শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «  

‘নারী প্রার্থীদের প্রতীক অসম্মানজনক’

14সিলেটপোস্ট রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের বরাদ্দ প্রতীক অত্যন্ত লজ্জাস্কর, দু:খজনক ও অসম্মানের বলে মন্তব্য করেছেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা।নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে প্রতীকের বিষয়ে প্রতিবাদ জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এর আগে সকাল ১১টায় মিনিটে শিরীন সুলতানার নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেন। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।শিরীন পরে সাংবাদিকদের বলেন, ‘পৌরসভা নির্বাচনে আপনারা দেখেছেন নির্বাচন কমিশন মহিলা প্রাথীদের সংরক্ষিত আসনের জন্য চুড়ি, ফ্রক,পুতুলসহ যে প্রতীকগুলো দেয়া হয়েছে এগুলো আমাদের মহিলারদের জন্য অপমানকর,অবমূল্যয়ান ও অসম্মান করা হয়েছে।’তিনি বলেন, ‘যেখানে সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারীরা সম্মানিত হচ্ছে। সেখানে পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নারীদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে তাতেগোটা জাতি হতবাক ও বিস্মিত।’
মহিলা দলের এই নেত্রী বলেন, ‘এতে করে নারী জাতিকে নির্বাচন কমিশন চুড়ি, পুতুল, ফ্রক প্রতীক দিয়ে আদিম যুগে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা দল মনে করে এ ধরনের প্রতীক বরাদ্দের মাধ্যমে নারীদের অপমান, মর্যাদায় আঘাত করা হয়েছে।’
ইসির পক্ষে প্রতীক পরিবর্তনের কোনো আশ্বাস দেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কমিশনের পক্ষে আমাদের জানানো হয়েছে, সময় স্বল্পতার কারণে এবার চেঞ্জ করা সম্ভব না।
আমারা বলেছি, আপনারা সিটি নির্বাচনেও কথা দিয়েছিলেন। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম এবারো আপনারা এ ধরনের প্রতীক বরাদ্দ রেখেছেন।’
‘এ কারণে আমরা কমিশনকে বলেছি আমাদের প্রতীক কেন বিমান হবে না, ফুটবল হবে না।
তারা আমাদের আশ্বাস দিয়েছেন আগামীতে এ ধরনের প্রতীক নারীদের দেয়া হবে,’ যোগ করেন শিরিন সুলতানা।
‘সিইসি মিটিং এ ব্যস্ত থাকার কারণে আমরা সচিবের সাথে দেখা করে কথা বলেছি,’ বলেন তিনি।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-যুগ্ম-সম্পাদক বিলকিস জাহান,সাংগঠানিক সম্পাদক বিলকিস ইসলাম,সহ-সভাপতি রাবেয়া সিরাজ,নির্বাহী সদস্য রহিমা শিকদার,লায়লা বেগম,ফরিদা ইয়াসমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.