সিলেটপোস্ট রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সেনা মোতায়েন করতে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে।বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ নোটিশটি পাঠানো হয়।সর্ব সাধারণের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী জুলফিকার আলী ঝুনু এই নোটিশ পাঠান।সরকারি ডাক ও ফ্যাক্সের মাধ্যমে এ নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।এতে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে সকল প্রার্থীদের সমান প্রচারণার সুযোগ করে দেয়া এবং নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।নোটিশে সরকার দলীয় এমপিদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আর নোটিশের জবাব না পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান জুলফিকার আলী।
নির্বাচনে সেনা মোতায়েনে ইসিকে উকিল নোটিশ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১০, ২০১৫ | ৩:৪২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »