সিলেটপোস্ট রিপোর্ট :লন্ডনের একটি হাসপাতালে গত ৯ ডিসেম্বর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী মাহমুদা আমিন শায়না। মেয়ের নাম রাখা হয়েছে আরশিয়া। বর্তমানে মা ও মেয়ে সুস্থ রয়েছেন। এখন শুধু ডাক্তারের অনুমতি পেলেই বাসায় ফিরবেন শায়না। তিনি বর্তমানে লন্ডনে স্বামী মাসুদ রানার সঙ্গে রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত স্বামীর সঙ্গে এই ব্যবসা নিয়েই ব্যস্ত থেকেছেন তিনি। সব মিলিয়ে লন্ডনে বেশ সুখেই কাটছে তাদের সংসার। তাই সহসাই দেশে ফেরাও হবে না বলে জানা যায়।
সদ্য মা হওয়া শায়না তার কন্যার ছবি ফেসবুকে দিয়ে ক্যাপশনে লিখেন, ‘আরশিয়া এসেছে আমাদের জীবনে। এখন জীবনটাকে পরিপূর্ণ মনে হচ্ছে। মা হবার অনুভূতি যে কতটা সুখের এখন বুঝেছি। আর কিছু চাই না আমার। মাসুদ ও আরশিয়াকে নিয়েই সুখে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।