সিলেটপোস্ট রিপোর্ট :পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থীতা বহাল রেখেছেন, আওয়ামী লীগ থেকে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ একথা জানান।তিনি বলেন, কার্যানর্বাহী কমিটির আগামী সভায় বিষয়টি কার্যকর করা হবে। এর আগে দুই দফা সংবাদ সম্মেলন করে দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছিলেন হানিফ।এর প্রেক্ষিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার আওয়ামী লীগের ২৫ জন বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এখনো সারা দেশে অর্ধশতাধিক পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।