সিলেটপোস্ট রিপোর্ট :দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের ‘প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করার’ বিষয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।অবশ্য এক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে তা স্পষ্ট করেননি এই নির্বাচন কমিশনার।রোববার পৌর ভোটে মেয়র প্রার্থীদের অনেক ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের ‘হিড়িকের’ মধ্যে এসব কথা বললেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।দুপুরে শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।রোববার বিকেল ৫টায় শেষ হয় পৌর ভোটে মনোনয়ন প্রত্যাহারের সময়।আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে ‘বিদ্রোহীদের’ সরে যেতে ব্রিফিং করে নির্দেশনাও দেয়া হয়েছে।স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের চাপ দিচ্ছে-এমন অভিযোগের বিষয়ে জাবেদ আলী বলেন, “আমাদের কাছে সকল দলের প্রার্থী একই রকম। যদি কোনো প্রার্থী কোনো অসুবিধার সম্মুখীন হন, আমাদের কাছে সমস্যা নজরে আনা হয়- তা দূর করতে ব্যবস্থা নেব। তবে প্রার্থীকে লিখিত আবেদনে জানাতে হবে।”
নির্বাচনী আইন-বিধি মেনে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।