
আহত বাপ্পীর বাবা রবিবার রাতে কুষ্টিয়া মডেল পুলিশ থানায় এনামুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এনামুলের পরিবার গত চারবছর ধরে শহরের গৌরিশঙ্কর আগারওয়াল রোডের একটি একটি বাড়িতে ভাড়া থাকেন।
আবদুল হালিম অভিযোগ করেন, গতকাল রবিবার সকালে বিজয়ের বাবা জামিল হুসেনের সঙ্গে বাপ্পীর একটি তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় এনামুল ও তার তিনজন বন্ধু ঢাকা থেকে আসে। রাত নয়টার এনামুল ও তার ভাই সজীব একটি ধারালো অস্ত্র ও ব্যাট দিয়ে বাপ্পীকে আঘাত করে। গুরুতর আহত বাপ্পীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে ঢাকায় থাকা এনামুল স্থানীয় একটি ইংরেজি দৈনিকের কাছে এই অভিযোগ অস্বীকার করে বাপ্পীকে মাদকাসক্ত হিসেবে উল্লেখ করেন। এনামুল বলেন, আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহারের কথা জিজ্ঞেস করতে গেলে উল্টো বাপ্পীই আমাদের আক্রমণ করে। কুষ্টিয়া মডেল পুলিশ স্টেশনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।