সিলেট পোস্ট ডেস্ক : বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর নির্বাচনের প্রার্থীদের উপস্থিত না থাকতে ‘সতর্ক’ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এ বিষয়ে নির্দেশনা দিতে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসির উপসচিব সামসুল আলম এ তথ্য জানান।
বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতা জানিয়ে চিঠি দেয়া হলো বলে উল্লেখ করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে বলা হয়, পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
সেইসঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।