সিলেট পোস্ট রিপোর্ট :নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির অফিসে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে।বুধবার সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর লাঠি-সোটা নিয়ে তার এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার সকালে বিএনপির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কিছুক্ষণ পরই জয় বাংলা সেøাগান দিয়ে আওয়ামী লীগ- ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়।এ সময় অফিসে কোন নেতাকর্মীকে না পেয়ে হামলাকারীরা অফিসের চেয়ার টেবিল ব্যাপক ভাঙচুর করে চলে যায়।আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ বলেন, আমি বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। শুনেছি বিএনপি অফিসের কিছু চেয়ার ভাংচুর করা হয়েছে। তবে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করেনি।আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম বলেন, আমি স্থানীয় সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টুকে নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান ও বিজয় র্যালিতে ছিলাম। আমাদের র্যালি থেকে বিএনপি অফিসে হামলার কোন ঘটনা ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। –