সিলেট পোস্ট ডেস্ক : চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। চট্টগ্রাম কলেজের একটি গেট ভেঙে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারা বিভিন্ন ভবনে শিবির ক্যাডারদের তল্লাশি করছে। এদিকে শিবির ক্যাডার সন্দেহে একজনকে গণপিটুনি দিয়েছে ছাত্রলীগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বুধবার বেলা পৌনে একটার দিকে ছাত্রলীগের বিজয় দিবসের কর্মসূচি পালনকে ঘিরে এ সংঘর্ষ শুরু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে বিজয় দিবসের ফুল দিতে যায় কলেজ ছাত্রলীগ। এ সময় ছাত্রশিবিরও ফুল দিতে আসে। তখন উভয় পক্ষের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর শিবির ধাওয়া দিলে ছাত্রলীগ মহসিন কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় অতর্কিতভাবে মহসিন কলেজ থেকে শিবিরের নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে তখন ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে বলে জানান ওসি জসিম। সূত্র: বাংলানিউজ