সিলেট পোস্ট রিপোর্ট :অল্প সময়েই বলিউডে বেশ শক্ত জায়গা করে নিয়েছেন সানি লিওন। এবার তার দৃষ্টি অন্যদিকে। এবার ক্রিকেট টিমের মালিক হচ্ছেন সাবেক এই পর্নতারকা।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বক্স ক্রিকেট লিগে চেন্নাইয়ের হয়ে টিম কিনছেন সানি৷ টিমের নাম হবে ‘চেন্নাই সোয়েগার’৷মূলত সেলিব্রেটিদের নিয়ে বক্স ক্রিকেট লিগ হয়৷এদিকে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সানির টিমে থাকবেন সংগ্রাম সিংহ, মৌনি রায়ের মতো অভিনেতারা৷ তবে এই টিমের ট্রাম্পকার্ড যে সানি নিজেই তা আর বলার অপেক্ষা রাখে না ক্রিকেট টিম কেনার কারণ সম্পর্কে সানি বলেন, ‘ছোটবেলা থেকে ক্রিকেট ভালবেসে বড় হয়েছি। আর ভারতের মানুষ ক্রিকেট ভালবাসেন। তাই ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলে মানুষের সঙ্গে আমার যোগাযোগ আরও বাড়বে।’
সমালোচকরা অবশ্য বলছেন, ভালবেসে নয় বরং প্রচারের থাকার জন্য নতুন রাস্তা বেছে নিলেন সানি।