সিলেট পোস্ট রিপোর্ট :বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সারাদেশে পৌর নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে সরকারি দলের প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছে। তাই সরকারি দলের ভোট ডাকাতি ঠেকাতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে ভোট কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দেন।শুক্রবার টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের সমর্থনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এ সময় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।গয়শ্বর চন্দ্র রায় আরো বলেন, পৌরসভার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জনগণের ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। সরকার যদি ভোটের উপর হাত দেয় আর ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তাহলে ৩০ ডিসেম্বরের পর থেকে শুরু হবে এই সরকারের পতন আন্দোলন।সরকারের সমালোচনা করে তিনি বলেন, এতোদিন জঙ্গিবাদের ধোয়া তুলে চিৎকার করলেও এখন বলছে দেশে কোনো জঙ্গিবাদ নেই।দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে কেন্দ্রীয় টিম টাঙ্গাইল, মির্জাপুর, গোপালপুর, ভুঞাপুর ও কালিহাতী পৌরসভার বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।
পৌর নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: গয়েশ্বর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৯, ২০১৫ | ১২:০৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »