সিলেট পোস্ট রিপোর্ট :সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর। কাগজে-কলমে সাদামাটা দল নিয়েও মাশরাফির নেতৃত্বে শিরোপা জিতেছে বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক হিসেবে মাশরাফি এবার টানা তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতেছেন। প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।মাশরাফিকে খেলতে হলে এখনো রীতিমত নিজের সঙ্গে লড়াই করতে হয়। এবার বিপিএলেও ইনজুরি নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, খেলেছেন প্রতিটি ম্যাচ। তবে, বারবার ইনজুরিতে পড়ায় তার পক্ষে ক্রিকেট ক্যারিয়ার হয়ত আর বেশি দূর নিয়ে যাওয়া সম্ভব হবে না।আগামী বিপিএলে হয়ত দর্শকরা মাশরাফিকে আর খেলোয়াড় হিসেবে মাঠে নাও দেখতে পারেন। কিন্তু ক্রিকেটকে ঘিরেই যার জীবন তিনি তো আর ক্রিকেট ছেড়ে থাকতে পারেন না। আগামীবার হয়ত কোনো দলের পরামর্শক হিসেবে থাকবেন তিনি।
বিপিএলে আর নাও খেলতে পারেন মাশরাফি!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৯, ২০১৫ | ১২:০৭ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »