সিলেট পোস্ট রিপোর্ট :ম্যাচ ফিক্সিং নিয়ে এবার তোলপাড় শ্রীলঙ্কায়। দলের সেরা দু’জন খেলোয়াড় রঙ্গনা হেরাথ ও কুশল পেরেরাকে ম্যাচ ছেড়ে দিতে জুয়াড়িরা বড় অংকের প্রস্তাব দিয়েছিল বলে প্রকাশ পেয়েছে। তবে দু’জনের কেউ এ টোপ গেলেন নি বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু তারপরও বিষয়টি নিয়ে তদন্ত করছেন শ্রীলঙ্কা সরকার। ঘটনা গত অক্টোবরের। যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গলে একটা টেস্ট ম্যাচে ইচ্ছাকৃত ভাবে খারাপ খেলার প্রস্তাব পেয়েছিলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল পেরেরা এবং তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত জেতে শ্রীলঙ্কাই। ওই ম্যাচে দশ উইকেট নেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার হেরাথ। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরা শুক্রবার বিষয়টি প্রশাশ করলেন। তিনি বলেন, জুয়ড়িরা চেয়েছিল, শ্রীলঙ্কা খুব অল্প রানে তাড়াতাড়ি আউট হয়ে যাক। ওই ম্যাচে শ্রীলঙ্কা পরিষ্কার ফেভারিট ছিল। তাই ওরা হারলে জুয়াড়িরা প্রচুর অর্থ আয় করতে পারত।’ খেলোয়াড়রা কী অঙ্কের প্রস্তাব পান সেটাও জানিয়ে জয়শেখরা বলেন, কুশল ওই ব্যক্তির প্রস্তাব খারিজ করে দেয়। তারপর ওই জুয়াড়ির সহযোগী হেরাথের কাছে যায় একই প্রস্তাব নিয়ে। হেরাথ প্রস্তাবটা খারিজ করে সঙ্গে সঙ্গে কর্তাদের পুরো ব্যাপারটা জানায়।’ জয়শেখরা জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দুর্নীতি-দমন শাখার তদন্তের সঙ্গে পুলিশি তদন্তও চালু করা হয়েছে। ঘটনার অবশ্য এখানেই শেষ নয়। জুয়াড়ির প্রস্তাব পাওয়া পেরেরা চলতি নিউজিল্যান্ড সফরে ডোপ পরীক্ষায় ধরা পড়েন। যার জন্য দেশে ফিরতে হয়েছে তাকে। যা দেখে জয়শেখরার মনে হচ্ছে, এটার সঙ্গেও বুকি জড়িয়ে থাকতে পারে। ‘হয়তো ওর খাবার বা মূত্রের নমুনায় কেউ ইচ্ছে করে কিছু মিশিয়ে দিয়েছে। যাতে সে দল থেকে বাদ পড়ে। এটা খুবই সম্ভব। তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে।’ তিনি আরও বলেন ‘তাকে রক্ষা করার সব ধরণের চেষ্টা আমরা করছি।’ আইসিসির নিয়ম অনুযায়ী এই প্রসঙ্গে সরকারিভাবে কিছু বলছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু এক সূত্রের খবর, বোর্ড আলাদা ভাবে তদন্ত চালাচ্ছে।
ম্যাচ ছাড়তে হাজার ডলার প্রস্তাব পেয়েছিলেন কুশল-হেরাথ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৯, ২০১৫ | ৩:৫১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »