সিলেট পোস্ট রিপোর্ট :এ বছর একাধিকবার বাংলাদেশে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। জীবনমুখী গানের এই গায়ক সে সময় ঢাকা ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে গান শুনিয়েছেন। আবারও আসছেন তিনি গানের টানে।আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিডিটউটে গান শোনাবেন নচিকেতা। এই আয়োজনে আরও থাকছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী চৈতী মুৎসুদ্দী। চট্টগ্রামের দর্শকরা টিকিটের বিনিময়ে উপভোগ করতে পারবেন অনুষ্ঠানটি।রেড ভেলভেটের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লাইভ নচিকেতা উইথ চৈতী’। অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণধার রেশমি আক্তার তিশা বলেন, ‘শুদ্ধ সংগীতের শ্রোতাদের ভালো লাগবে অনুষ্ঠানটি। নচিকেতার পরিবেশনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপরও আমরা বৈচিত্র রাখছি সবকিছুতে। কখনও একক, কখনও যুগল গানের সুরে শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবেন বলে মনে করছেন আয়োজকরা।
আবারো দর্শক মাতাতে আসছেন নচিকেতা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৯, ২০১৫ | ৩:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »