সিলেট পোস্ট রিপোর্ট :মহান বিজয় দিবস উপলক্ষ্যে দর্পণ সমাজ কল্য্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পূর্বশাহী ঈদগাহ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি আব্দুস শহীদ শাহিন এর সভাপতিত্বে ও হামিদ হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক হাজী মিলুয়ার হোসেন মিলাদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি হিসেবে দর্পন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিভাগীয় পিপি এডভোকেট শাহ মো: মোসাহিদ আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খাঁন হাসু, এডভোকেট আনোয়ার হোসেন এ.পি.পি, টিবি গেইট জামে মসজিদের মোতায়াল্লি হাজী আব্দুল মতিন, বিশিষ্ট সমাজ সেবী হাজী তাকের হোসেন তারু মিয়া, আনোয়ার হোসেন খুকু মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মাওলানা মোছাদ্দেক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মন্নান মঞ্জু, কামাল আহমদ, এনামূল হক, প্রভাষক জাহাঙ্গীর কবির, টুলটিকর ইউপি সদস্য খালেদ আহমদ, আক্তার সিদ্দিকী বাবুল, মির্জা আব্দুল বরাত, শাহীন আহমদ, হুসেন আলী, শরীফ উদ্নি লিমন, রুমেল আহমদ, জগলুল হোসেন, মোবারক হোসেন, নুরুল আমিন সুহেল, দিওলায়ার হোসেন দুলাল, তুহিন চৌধুরী, সাহাব উদ্দিন, পল, মুন্না, শফিক, সোহাগ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আফাজ আহদমদ। প্রেস বিজ্ঞপ্তি