সিলেট পোস্ট রিপোর্ট :পৌর নির্বাচনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। কোনো প্রার্থী বা দলের হয়ে পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তিনি। এছাড়া সুষ্ঠু ও ঝামেলামুক্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বাহিনীর সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।শনিবার বিকেলে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। পৌর নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় সম্পর্কে পুলিশ সদর দপ্তরে ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয়। এসপিদের উদ্দেশে আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এসপিদের মাঠে থেকে সবকিছু তদারক করতে হবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়ে সঙ্গে সঙ্গে সদর দপ্তরে প্রতিবেদন পাঠাতে হবে।এখন থেকেই পৌর এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি দাগি সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানেরও নির্দেশ দেন আইজিপি শহীদুল হক।
পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২০, ২০১৫ | ১২:৩১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »