সিলেট পোস্ট রিপোর্ট :হাড্ডিসার মডেলদের নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস করেছে ফরাসি সরকার। এতে যেমন তাদের নিষিদ্ধ করা হয়েছে তেমনি ডাক্তারি সার্টিফিকেট নিয়ে কাজ করার সুযোগও রাখা হয়েছে। বিলে বলা হয়েছে অতিরিক্ত চিকন ফ্যাশন মডেলদের ডাক্তারি সার্টিফিকেট নিতে হবে যে, ‘তারা এ কাজের উপযুক্ত’।
যারা নিষেধাজ্ঞা মানবে না তাদের জন্য শাস্তি হিসেবে রয়েছে ছয় মাসের জেল এবং ৭৫ হাজার ইউরো (৮১ হাজার ডলার) জরিমানা।এর আগে বলা হয়েছিল যে, মডেলদের শারীরিক ওজনের একটা ন্যূনতম সূচক (বডি মাস ইনডেক্স) থাকতে হবে। ফ্রান্সের মডেলিং এজেন্সিগুলো এর প্রতিবাদ জানিয়েছিল।বৃহস্পতিবার পাস হওয়া চূড়ান্ত বিলে বলা হয়েছে ডাক্তাররাই বলে দিবে ওজন, বয়স ও শারীরিক গঠনে সে অতিকায় হাড্ডিসার কি-না অর্থাৎ সে মডেলিং চালিয়ে যেতে পারবেন কি-না।কম ওজনের মডেলদের বিরুদ্ধে ফ্রান্সই প্রথম আইনি উদ্যোগ নিচ্ছে না- ইতালি, ইসরাইল ও স্পেনও এর আগে একই ধরনের ব্যবস্থা নিয়েছে।ফ্রান্সের প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ ক্ষুধামন্দা সমস্যায় ভুগছেন, যার ৯০ শতাংশই নারী।