সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী  » «   ওসমানীনগরে ছাত্র দল নেতা নুনু স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট মহানগর কৃষকদলের খাদ্যসামগ্রী বিতরণ  » «   ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন-ডাঃ এ জেড এম জাহিদ হোসেন  » «   নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: কাইয়ুম চৌধুরী  » «   সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «  

গ্যাংনাম স্টাইল গানটি নিয়ে সব মহাদেশের মানুষ কেন পাগল

20সিলেট পোস্ট রিপোর্ট :২০১২ সালে ইউটিউবে ছাড়া এক মিউজিক ভিডিও গ্যাংনাম স্টাইলের বদৌলতে সারা বিশ্বে রাতারাতি তারকা খ্যাতি পান দক্ষিণ কোরিয়ার শিল্পী সাই।তার এই মিউজিক ভিডিওটি এ পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে প্রায় আড়াইশো কোটি বার, এটা একটা রেকর্ড। স্বল্প পরিচিত এক কোরিয়ান শিল্পী থেকে রাতারাতি এই বিশ্বজোড়া খ্যাতির মোকাবেলা কিভাবে করেছেন সাই?বিশ্বজুড়ে সবাই তাকে চেনেন সাই নামে। কিন্তু আসল নাম পার্ক জে সেং। তার উদ্দাম নাচের সঙ্গে তাল মেলানো মুশকিল। মোটাসোটা গড়ন। চোখে সবসময় কালো সানগ্লাস। দেখতে আকর্ষণীয়। কিন্তু একজন পপস্টার বলতে যেরকম বোঝায়, তার চেয়ে কিছুটা আলাদা সাই।গ্যাংনাম স্টাইল ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে তুমুল হিট। বিশ্বের যে কোন প্রান্তে সবাই তাকে চেনেন একনামে। কোরিয়ান ভাষার একটা গান কিভাবে বিশ্বজয় করলো, সেটা শিল্পীর নিজের কাছেও এক অপার রহস্য।বিবিসির স্টিভ ইভান্সকে শিল্পী সাই বলেছেন ‘গ্যাংনাম স্টাইল’ গানটা আসলেই অদ্ভুত।”গানের সব কিছুই কোরিয়ান। অথচ বিশ্বের সবকটি মহাদেশের মানুষ এই গানটির জন্য পাগল হয়ে গেল।”ইউটিউবে এই গানের সুবাদে রাতারাতি তারকাখ্যাতির পর যে কারও মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু সাইকে সামনাসামনি সাক্ষাত করার পর যেন মনে হচ্ছে, এতো একেবারেই একজন সাধারণ মানুষ, দুই সন্তানের পিতা গড়পড়তা এক সাধারণ মানুষ।এই তুমুল জনপ্রিয়তা সাই কিভাবে সামাল দিয়েছেন ?”এটা আমার ব্যক্তিগত একটা বিষয়। আমি আসলে একজন সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমি বাঁচতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে।”
”আসলে শিল্পী কিংবা গায়করা তো সেরকম আলাদা বা বিশেষ কিছু না। তারা যা করেন, সেটাও আসলে আর দশটা কাজের মত একটা কাজ। আমি যখন গান গেয়ে মঞ্চ থেকে নেমে আসি, তখন আমি আসলে একজন স্বাভাবিক মানুষের মতই চলার চেষ্টা করি।”গ্যাংনাম স্টাইলের তুমুল সাফল্যের পর এই জনপ্রিয়তাকে বর্ণনা করেছিলেন একই সঙ্গে স্বপ্ন এবং দু:স্বপ্ন হিসেবে। সেটার কারণ কি?’বিশ্বজুড়ে এই গানের পর এই যে খ্যাতি, এটা ছিল স্বপ্ন। বিশ্বের এত দেশে এই যে খ্যাতি এবং স্বীকৃতি, বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ, সেটা ছিল স্বপ্ন। কিন্তু তারপরই আমার মনে হলো, যখন এটা শেষ হয়ে যাবে তখন কি? আমি কি আর নতুন গান করতে পারবো? সেটাই ছিল আমার দু:স্বপ্ন।”সাই অবশ্য এই দু:স্বপ্ন পেছনে ফেলে নতুন গান বেঁধেছেন, এবং সেই গানও সফল হয়েছে। এটি আসলে জনপ্রিয় রক গায়ক উইল-আই-এম-এর গানের প্যারোডি।
”উইল-আই-এম-এর একটি গান ছিল- আই গট ইট ফ্রম মাই মামা। এই গানে এক সুন্দরীকে উইল-আই-এম জিজ্ঞেস করছেন, তোমার এত সুন্দর দেহ তুমি কোথায় পেয়েছে? মেয়েটি উত্তর দিচ্ছে, আই গট ইট ফ্রম মাই মামা””আমি ভাবলাম, মেয়েরা যদি আমাকে জিজ্ঞেস করে, তোমার এই সুন্দর দেহ তুমি কোথায় পেয়েছ?- আর আমি যদি বলি, আই গট ইট ফ্রম মাই ড্যাডি। সেখান থেকেই এই নতুন মিউজিক ভিডিওর আইডিয়াটা মাথায় আসে।”কিন্তু গ্যাংনাম স্টাইলকে কি ছাড়িয়ে যেতে পারবে এই নতুন ভিডিও? সাই বলছেন গ্যাংনাম স্টাইল তার কাছে একটা ট্রফির মতো।”সেটাকে কীভাবে আসলে ছাড়িয়ে যাওয়া সম্ভব? একটা ট্রফি জেতার পর সেটা যেমন আপনি ঘরে সাজিয়ে রাখেন, আমার জীবনে গ্যাংনাম স্টাইল আসলে তাই। যতবার আমি এই ট্রফি দেখি, নিজেকে সুখী মনে হয়।”

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.