সিলেট পোস্ট রিপোর্ট :খেলাটা হওয়ার কথা ছিল সেই এপ্রিলে। প্রলয়ঙ্করী ভূমিকম্পে নেপাল যেদিন বিধ্বস্ত হলো, ঠিক সেই দিন। ভূমিকম্পের দুঃসময় কাটিয়ে নেপাল এখন উঠে দাঁড়াচ্ছে, তাই স্থগিত হয়ে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার ফাইনালটা হচ্ছে আজ।নেপালের বিপক্ষে ফাইনাল ম্যাচ মাঠে গড়িয়েছে ইতিমধ্যেই। কলসিন্দুরের মেয়েদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল হিমালয় জয়ের পথে এগিয়ে গেছে অনেকটাই। ম্যাচের ১৬ মিনিটে কলসিন্দুরের মেয়ে মার্জিয়ার গোলে ১-০ গোলে এগিয়ে তারা।৭০ মিনিটের ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিট শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। এই ৩৫ মিনিটের পুরোটাই ছিল বাংলাদেশের মেয়েদের দাপট।প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি গোল পেতে পারত বাংলাদেশ। কিন্তু কৃষ্ণা রানি সরকার নেপালি গোলরক্ষককে একা পেয়েও তা থেকে গোল করতে পারেনি।
কলসিন্দুরের মেয়ের গোলেই এগিয়ে বাংলাদেশ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২০, ২০১৫ | ১:২৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »