সিলেটপোস্ট২৪রিপোর্ট :কুয়েত বাংলাদেশের ৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তারা বলেছেন, ৪৪তম এই বিজয় দিবস বাংলাদেশের সকল মানুষের বিজয়। অথচ আজ দেশের ক্রাšতীকাল চলছে। এই বিজয় আজ খুনী হাসিনা সরকারের হাতে বন্দী। দেশে গণতন্ত্র রক্ষার লক্ষ্যে যে দিন খুনি হাসিনাকে বিতাড়িত করতে পারবে একমাত্র সেইদিনই বাংলাদেশ বিজয় হবে। গণতন্ত্রের ধারক বাহক বেগম খালেদা জিয়ার নির্দেশ বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াইয়ে আমরা বিজয়ী হবো। আর এ ৪৫তম বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে আমরা পালন করবো। রাজপথে বিজয় ছিনিয়ে আনতে প্রস্তুত রয়েছে বিএনপি কুয়েত’র সর্ব¯তরের নেতৃবৃন্দরা।
বিএনপি কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আšতর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান বাবলুর সঞ্চালনায় বিএনপি’র সহ-সভাপতি সাদেক হোসেনের সভাপতিত্বে ৪৪তম বিজয়ের এই আলোচনা সভায় বিজয়ের অন্যতম নায়ক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বিএনপি সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেড ফোর্স’র সভাপতি কাজি মুন্নু, প্রবাসী বি-বাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি মীর মোশারফ হোসেন মো¯তফা, বিএনপি কুয়েত শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন, প্রবাসী বৃহত্তর লাকসাম বিএনপি’র আহ্বায়ক মো. ইমরান হোসেন, প্রবাসি বি-বাড়িয়া জেলা বিএনপি কুয়েতের সাধারণ সম্পাদক মো. সেলিমসহ বিএনপি অন্যতম সদস্য মো. এমরান প্রমুখ।