সিলেট পোস্ট ডেস্ক :লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। জাপানের ইয়াকোহোমায় অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে কাতালানারা। জোড়া গোল করেছেন সুয়ারেজ। অপর গোল করেন ‘এমএল টেন’।
ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে না পারলেও ফাইনালে ঠিকই মাঠে নামেন মেসি। দলের প্রথম গোলটিও আসে তার পা থেকে। ম্যাচের ৩৬ মিনিটে নেইমারের পাস থেকে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জালে জড়ান মেসি। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর আরো ভয়ংকর হয়ে ওঠে বার্সেলোনার খেলোয়াড়রা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। সার্জিও বুটকেটসের পাস থেকে গোল করেন উরুগুয়ান তারকা। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন সুয়ারেজ। এবার যোগানদাতা নেইমার।
গোল শোধের দুটি সুযোগ পেয়েছিল রিভার প্লেট। কিন্তু বার্সা গোলরক্ষক কার্ডিও ব্রাভো এবং ক্রসবারের বাধায় শূন্য হাতেই ফিরতে হয় মেসির দেশের ক্লাবকে।
এর ফলে পঞ্চম শিরোপা জিতে মৌসুম শেষ করল বার্সা। এর আগে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল ও ইউয়েফা সুপার কাপের শিরোপা জেতে মেসি-নেইমার-সুয়ারেজরা।