সিলেট পোস্ট ডেস্ক :ইউরোপের বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে মডেল ও অভিনেত্রী নওশাবাকে। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্য করে নির্মিত তিনটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। ক’দিন পর থেকে এগুলোর প্রচার শুরু হবে ওই সব চ্যানেলে।
নওশাবা জানান, ইউরোক্রস গ্রুপের তিনটি বিজ্ঞাপনের দৃশ্য ধারণ এরই মধ্যে শেষ হয়েছে। এগুলো হলো- ভেজিটেবল বে অব বেঙ্গল, অনলাইন গ্রোসারি শপিং ও বে অব বেঙ্গল ফিশ।
গত ১৬ ও ১৭ ডিসেম্বর উত্তরায় শুটিংয়ে অংশ নেন নওশাবা। বিজ্ঞাপনচিত্রগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন নাগরিক নাট্যাঙ্গনের সোহেল, শিখা, প্রমুখ। বিজ্ঞাপনচিত্রগুলো যৌথভাবে নির্মাণ করেছেন মুন্তাসির বিপন ও হাবিবুল মনজির।
রোববার দুপুরে নওশাবা বললেন, ‘ইউরোপে প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবো বিজ্ঞাপনগুলোর মাধ্যমে। এটা বড় প্রাপ্তি। দেশের দরকারি পণ্যগুলো তারা খুব সহজেই সেখানে বসে পেতে পারেন- বিজ্ঞাপনে সেই মেসেজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কাজটা বেশ উপভোগ করেছি।’
নওশাবা এর মধ্যে ব্যস্ত হয়ে পড়বেন এম রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’ ছবির শুটিং নিয়ে। এরপরই যোগ দেবেন দীপংকর দীপনের প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর কাজে। কাজ এগিয়ে রেখেছেন খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’র।
নতুন দুটি ধারাবাহিকেও অভিনয় করছেন নওশাবা। এগুলো হলো, জুয়েল মাহমুদের ‘ওয়ান ওয়ে’ ও সাগর জাহানের ‘মিলার বারান্দা’।
এর মধ্যে নতুন একটি টেলিছবিতে অভিনয় করেছেন নওশাবা। ‘ওভারট্রাম’ পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। নওশাবা-প্রাচীর এটিই প্রথম কাজ।