সিলেট পোস্ট ডেস্ক :টালিউডে এতকাল নিজেকে শালীনভাবেই উপস্থান করে গেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। কিন্তু বলিউডে তার প্রথম সিনেমাতে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করছেন! পরিচালক অনির ‘শাব’ সিনেমাতে পুরোপুরি ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত করতে দেখা যাবে অর্পিতাকে।অর্পিতার এমন উপস্থাপন নিয়ে স্বামী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোন আপত্তি ছিল কীনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যেহেতু আমি আর প্রসেনজিৎ একই পেশায় কাজ করি। তাই এটা তার কাছে বড় কোন বিষয় নয়। যদিও আমরা একে অন্যের পেশাগত বিষয়ে মাথা ঘামাই না। চিত্রনাট্যের প্রয়োজনেই এই পদক্ষেপ নিয়েছি।’
বলিউডে প্রথমবার পা রাখলেও টালিগঞ্জে পরিচিত মুখ অর্পিতা। ১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু। এরপর অভিনয় করেছেন ‘দেবা’, ‘দেবদাস’, ‘দাদাঠাকুর’, ‘অনুপমা’, ‘উৎসব’-এর মতো সিনেমায়।