সিলেটপোস্ট২৪রিপোর্ট :চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফির নির্মিতব্য সিনেমা মিসড কল। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- বাপ্পি চৌধুরী, নবাগত মুগ্ধতা। এ ছাড়া একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পারাজ। গত ১৮ ডিসেম্বর, থেকে সিলেটে এ সিনেমার গানের দৃশ্যায়ন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন বাপ্পি চৌধুরী, নবাগত মুগ্ধতা ও বাপ্পরাজ।
এ প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘গত ১৮ ডিসেম্বর থেকে সিলেটে গানের শুটিং শুরু করেছি। এখানে তিনটি গানের শুটিং আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত করব।’
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মিসড কল সিনেমাটি এই প্রজন্মের তরুণ-তরুণীদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মাণ করা হবে। বিশেষ করে- এতে নায়ককে দেখা যাবে মোবালই বিষয়ে সে অনেক পারদর্শী। এক কথায় বিশেষজ্ঞ। সিনেমাটির গল্পের প্রয়োজনে একজন নতুন নায়িকাকে নিয়ে কাজটি করছি।’
গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ সিনেমার কাজ। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সকাল ১০টায় এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। গত ২৭ জুন, শনিবার শওকত আলী ইমনের মগবাজারস্থ ভেলসিটি স্টুডিওতে একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে এ সিনেমার যাত্রা শুরু হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান।