সিলেটপোস্ট২৪রিপোর্ট :পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণার সময় পটুয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার দুই ঘণ্টা পর কুমিল্লায় বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুকের জনসংযোগে হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।এসময় ছবি তুলতে গেলে জাকির হোসেন নামে এক সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লার চান্দিনা পৌরসভার তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।জয়নাল আবদিন ফারুক জানান, দুপুরে বর্তমান মেয়র ও দলীয় মেয়র প্রার্থী শাহ মো. আলমগীর খানের পক্ষে নেতাকর্মীদের নিয়ে তুলাতুলি এলাকায় জনসংযোগ চালাচ্ছিলেন তিনি। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল মুন্সি ও পৌর ছাত্রলীগ সভাপতি মোজাম্মেলের নেতৃত্বে ৮/১০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা এসে তার ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ অবস্থায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঠেকাতে গেলে তাদের মারধর করা হয়।