সিলেটপোস্ট২৪রিপোর্ট :নতুন পে-স্কেল নিয়ে এবার বিক্ষোভ করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আজ বেলা সোয়া ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের ৩০তলা ভবনের সামনে শতশত কর্মকর্তা কাজ ফেলে নিচে নেমে এসে বিক্ষোভ প্রদর্শণ করছেন।
বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ব্যাংকটির কর্মকর্তাদের অষ্টম থেকে নবম গ্রেডে নামানোর কারণে তারা এ বিক্ষোভ করছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও এরআগে প্রকৌশলী, শিক্ষক, চিকিৎসক ও কৃষিবিদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা অষ্টম পে-স্কেলের অসংগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।