সিলেটপোস্ট২৪রিপোর্ট :বাড়িটির নীচে দাঁড়িয়েই কানে আসছিল সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন, কাট… ছেঁড়া ছেঁড়া কয়েকটা শব্দ। শ্যুটিং যে চলছে, তা জেনেই বাড়িটিতে ঢুঁ মারেন সাদা পোশাকে থাকা বিধাননগর পুলিশের গোয়েন্দারা। তাঁরা এটা জেনেই এসেছিলেন, চুপিসারে পর্নোগ্রাফির শ্যুটিং চলছে বিধাননগরের ওই বাড়িটিতে।পুলিশি হানার আগাম খবর না-থাকায়, সতর্ক হতে পারেননি শ্যুটিংয়ের কলাকশলীদের কেউ-ই। অশালীন অবস্থাতেই তাঁদের কয়েক জনকে ধরা হয়েছে।বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, মোট ২৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু-জন ক্যামেরাম্যান ছাড়াও রয়েছেন ওই বাড়ির মালিক। বাড়িটি বিভিন্ন অনুষ্ঠানেই সাধারণ ভাড়া দেওয়া হয়। সেই বাড়ি ভাড়া নিয়েই চলছিল অশ্লীল ছবির শ্যুটিং।ধৃতদের কাছ থেকে দুটো ক্যামেরাও বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।
গোপনে পর্নোগ্রাফির শ্যুটিং, গ্রেপ্তার ২৮
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২২, ২০১৫ | ৩:২১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »