সিলেটপোস্ট২৪রিপোর্ট :বলিউডের সুপারস্টার নায়ক সালমান খানের অর্থবিত্তের কোন অভাব নেই। কিন্তু এর পরেও ছোটভাই সোহেল খানের জন্মদিনে পরিবারের সঙ্গে রেস্তেরাঁয় সময় কাটিয়ে নিজের বিলাসবহুল গাড়িগুলো ব্যবহার না করে ফিরে গেছেন অটোরিকশায় করে। সালমান খানের ঘনিষ্ঠ মহলে সবাই জানেন তাঁর গাড়ি প্রীতির কথা। বিএমডব্লিউ, অদি, লেক্সাস, ল্যান্ড ক্রুজারসহ ইয়ামাহা ও সুজুকি বাইক সবই আছে বজরঙ্গী ভাইজান এর কাছে।তারপরেও গত রোববার ছোট ভাই সোহেল খানের ৪৬তম জন্মদিন উদযাপন করেন দিল্লির এক পাঁচতারা রেস্তারাঁয়। সেখান থেকে বেরিয়ে তিনি অটোরিকশা ধরেন। তাঁর সঙ্গী ছিলেন অভিনেতা নিখিল দ্বিবেদী।এর থেকেই বোঝা যায় সুপারস্টার হয়েও, তিনি মাটির কাছাকাছি একজন মানুষ।আপাতত ২০১৫ সালে দুটো হিটের পর সাফল্য উপভোগে ব্যস্ত অভিনেতা। তৈরি হচ্ছেন আগামী বছর ঈদে সুলতান-এর মুক্তির জন্যে।