সিলেটপোস্ট২৪রিপোর্ট :বগুড়া পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পোস্টার লাগানোর সময় ৩ কর্মীকে আটকে রেখে নির্যাতন করেছে সরকার দলের প্রার্থীর সমর্থ্যকরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
জানাগেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে বগুড়ার বটতলা এলাকায় বগুড়া পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মাসদু রানা মাসুদের পাঞ্জাবি মার্কার পোস্টার লাগানোর সময় সরকার দলের প্রার্থী আমিনুল ইসলামের লোকজন তাদের কাছ থেকে পোস্টার কেড়ে নিয়ে তাদেরকে আটকে রাখে।তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে মোবাইল ফোনে বিষয়টি জানালে দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।
শহীদ চাঁন্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে। তবে তিনি জানান, পোস্টার লাগাতে বাধা দিলেও কাউকে আটকে রাখা হয়নি।
কিন্তু, কাউন্সিলর প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রতিপক্ষের লোকজন তাদের তিন কর্মী আব্দুর রহমান (২০), হৃদয় (১৯) এবং জুয়েলকে (১৮) আটকে রেখে মারপিট করেছে। তাদের কাছ থেকে পোস্টর কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে।উল্লেখ্য, নির্বাচনী প্রচারনা শুরুর পর থেকেই এই ওয়ার্ডে সরকারদলিয় প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছে বলে একাধিকবার রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ করা হয়েছে ।