সিলেটপোস্ট২৪রিপোর্ট :বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।এতে বলা হয়েছে, সরকার ২৪ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করে তা আবার বাতিল করে ২৫ ডিসেম্বর করেছে। তাই ২৪ ডিসেম্বর দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।