আইএস কি আমি চিনি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৫, ৩:২৪ অপরাহ্ণসিলেটপোস্ট২৪রিপোর্ট :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইএস কি আমি চিনি না। বাংলাদেশে আইএসের কোনো জায়গা নেই। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। আর এই দেশে আইএস ও জঙ্গিবাদের জায়গা হতে পারে না।বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষি ইন্সটিটিউটে আলেম ওলামাদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইএস হচ্ছে ইহুদিদের সৃষ্টি। সরকার জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছে। আর এ ব্যাপারে আলেম ওলামাদের বড় ধরনের ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদের বিরুদ্ধে মসজিদের বয়ান ও ওয়াজ মহফিলে কথা বলার আহবান জানিয়ে বলেন, এ দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই এই দেশ গড়ে তুলেতে হবে।