সিলেটপোস্ট২৪রিপোর্ট :অপহরণের ১৪ দিন পর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সোহাগের শ্বশুর রেজাউর রহমান দুলাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোনে বুধবার ভোরে তারা জানতে পারেন সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পাওয়া গেছে। এর পর ঢাকা থেকে কয়েকজন আত্মীয় গিয়ে সোহাগের অবস্থান নিশ্চিত করেন।ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমানও চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। তাকে হাতে পাওয়ার পর কে বা কারা, কেনই বা তাকে অপহরণ করেছে সে তথ্য বেরিয়ে আসবে।
অপহৃত রুয়েট ছাত্রলীগ নেতা সোহাগ চট্টগ্রামে উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৩, ২০১৫ | ৩:৩৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »