সিলেটপোস্ট২৪রিপোর্ট :মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার কোন বিষয় নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এ নিয়ে যৌথভাবে কাজ করছে এবং করে যাবে।দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।নিরাপত্তা ইসুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রশংসনীয় কিছু উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামনে বড় দিন এবং বর্ষবরণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি একটি সম্মিলিত উদ্যোগ। এরজন্য আমরা একসঙ্গে কাজ করছি। সামনের দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশে অনেক সফর আছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার কারণে এগুলো প্রকাশ করছি না বিষয়টি এমন নয়। এই সফরগুলো আরও কাছাকাছি আসলে আপনারা জানতে পারবেন। বার্নিকাট প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পরে সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন।
‘নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার বিষয় নেই’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৩, ২০১৫ | ৩:৪৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »