সিলেটপোস্ট২৪রিপোর্ট :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১২৫টি স্বর্ণের বারসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।বুধবার দুপুরে তাদের আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান গণমাধ্যমর্কীদের নিশ্চিত করেছেন।
আটক ওই চারজনের মধ্যে দুজন নারী। এরা হলেন- আনোয়ারা বেগম (৩০), নাহিদা ফারজানা মনি (২৫), আনোয়ার পারভেজ (২৫) ও ওসমান সোহেল (২৯)এদের মধ্যে আনোয়ারা ও ফারজানার কাছে মোট সাড়ে ১৪ কেজি ওজনের ১২৫টি সোনার বার পাওয়া যায়।তবে উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১৪ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা বলে বলে জানান মঈনুল।শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, কুয়েত থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৪৬) দুপুরে চট্টগ্রামে ট্রানজিটের জন্য অবস্থান করে। সেখান থেকে দু’জন নারী বিমানে উঠে ঢাকায় আসে। তাদের কোমড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।আনোয়ারা ও নাহিদা চট্টগ্রামের একটি বিউটি পার্লারের কর্মচারী। তারা চট্টগ্রাম থেকে আনোয়ার ও সোহেলের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে এসেছিলেন।