সিলেট পোস্ট ডেস্ক :এক মাসেরও বেশি সময় পরে ভারতে অসহিষ্ণুতা বিষয়ে নিজের মন্তব্য নিয়ে শাহরুখ খান বলেছেন যে, তার মন্তব্য ‘বিকৃত’ করা হয়েছে। তিনি এমন কিছু বলেননি যে তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। বুধবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, মানুষ আমাকে জানে। আমি কি বলেছি তারা হয়তো তা বুঝতে পারেনি।
গত ২ নভেম্বর ৫০ বছরে পা রাখেন শাহরুখ খান। সেসময় এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ধর্মীয় অসহিষ্ণুতা অথবা যেকোনো ধরনের অসহিষ্ণুতা খারাপ জিনিস। এটি আমাদের অন্ধাকার যুগে নিয়ে যাবে।
ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানাতে লেখক ও শিল্পীদের পুরস্কার ফেরত দেয়ার প্রতি সমর্থন জানিয়েছেন শাহরুখ। তবে তিনি পুরস্কার ফেরত দেয়ার বদলে মার্চ অথবা ধর্মঘটকেই বেশি প্রাধান্য দিয়েছেন।
এরপরই ক্ষমতাসীন বিজেপির কয়েজন নেতার তোপের মুখে পড়েন শাহরুখ। এর মধ্যে দলটির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়ভার্গিয়া টুইটারে লিখেছেন, ‘শাহরুখ ভারতে বাস করলেও তার হৃদয় পাকিস্তানে।’