সিলেট পোস্ট ডেস্ক :পতুর্গিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে ভক্তদের ভোটে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। রোনাল্ডোর অবস্থান দ্বিতীয় স্থানে৷
১৭টি দেশের মোট ১৮,০০০ ভক্তের মতামত নিয়ে এই সমীক্ষায় ১৫টি দেশে মেসি এক নম্বর জায়গা পেয়েছেন৷ শুধু অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডেই রোনাল্ডো এগিয়ে৷ সব মিলিয়ে মেসি পেয়েছেন ২৯.৩ শতাংশ ভোট৷ রোনাল্ডোর দখলে ২২.৪ শতাংশ ভোট৷
তিন নম্বরে রয়েছেন মেসির বার্সিলোনা সতীর্থ নেইমার৷ চার ও পাঁচে যথাক্রমে ইব্রাহিমোভিচ ও টমাস মুলার৷ ছয়ে সুয়ারেজ৷ প্রথম দশে নেই গ্যারেথ বেল৷ তিনি ১৪ নম্বরে৷ সাতে নুয়্যের৷ আট ও নয়ে বায়ার্নেরই লেওয়ানডস্কি ও রবেন৷ ১০ নম্বরে ম্যাঞ্চেস্টার সিটির সের্জিও আগুয়েরো৷
ঠিক কীভাবে হয়েছিল এই সমীক্ষা? প্রথমে ভক্তদের প্রশ্ন করা হয়, বিশ্বের সেরা তিন ফুটবলার কে? তার পর জানতে
চাওয়া হয়, এদের মধ্যে এক নম্বরে কাকে রাখবেন?