সিলেটপোস্ট২৪রিপোর্ট :রাজধানীর মিরপুর শাহ আলী থানা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রোডের যে বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করেছে সেই বাড়ির মালিকের নাম আবুল হোসেন ভুইয়া।
তিনি একজন সিট কভার ব্যবসায়ী। মিরপুর-১ কো-অপারেটিভ মার্কেটে তার দোকান রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আবুল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।ভয় এবং নিরাপত্তার কারণে এ বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাচ্ছে না।স্থানীয় এমপি আসলামুল হক ঘটনাস্থলে গিয়েছেন এবং ওই ঘটনার খোঁজ-খবর নিয়েছেন ।