সিলেটপোস্ট২৪রিপোর্ট :নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাবেদ আলী বলেছেন, ব্যালট বাক্স যেমন স্বচ্ছ, নির্বাচন ঠিক তেমনই স্বচ্ছ হবে। তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যে একটি নির্বাচন আমরা নওগাঁকে উপহার দিব।বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও নজিপুর পৌরসভার সকল প্রার্থী এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন, বালেট বাক্স যেমন স্বচ্ছ, নির্বাচন ঠিক তেমনই হবে স্বচ্ছ। এখানে কোন আশঙ্কা বা শঙ্কা নাই। শেষে তিনি বলেন আপনারা ভোটারদের মন জয় করবেন।নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।এছাড়া সভায় নওগাঁ ও নজিপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পুলিশ বিভাগের ঊধ্র্ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন ব্যালট বাক্সের মতো স্বচ্ছ হবে: জাবেদ আলী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৪, ২০১৫ | ৫:২৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »