সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

‘বিএনপি নেতাকর্মীদের থানার ওসির গ্রেপ্তারের হুমকি’

27সিলেটপোস্ট২৪রিপোর্ট :কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বদরুল আলম উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলমকে এলাকায় না যেতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক।তিনি বলেন, এলাকায় গেলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে মামলা দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন থানার ওসি বদরুল আলম।এছাড়াও কিশোরগঞ্জে কয়েকটি পৌরসভায় বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।ওসমান ফারুক অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা কিশোরগঞ্জের কয়েকটি পৌরসভায় আচরণ বিধি মানছেন না। একই সঙ্গে পুলিশ তাদের নেতাকর্মীদের হয়রানি করছে। বাজিতপুর পৌরসভায় সরকার দলীয় সাংসদ এলাকায় অবস্থান করে তার ভাই ও মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।তিনি বলেন, আমার কাছে ফোন করে ভৈরব থানার ওসি বলেছেন, শরীফুল আলম যেন আমার সঙ্গে ভৈরবে না যান।নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করে তিনি বলেন, পুলিশ প্রশাসন সরকার দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছে। এজন্য আমরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি।এক প্রশ্নের জবাবে ড. ওসমান ফারুক বলেন, অনেকই মনে করছেন আমরা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাবো। কিন্তু আমরা কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাবো না। নির্বাচন সুষ্ঠু না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।বিএনপি নেতা শরীফুল আলম অভিযোগ করে বলেন, ভৈরব থানার ওসি বদরুল আলম তাকে ফোন করে ভৈরবে যেতে নিষেধ করেছেন। তাকে হুমকি দেয়া হয়েছে যে, ভৈরব গেলে তাকে গ্রেপ্তার করা হবে।শরীফুল আলম বলেন, ওসি তাকে হুমকি দিয়েছেন, এলাকায় গেলে তার উপর কোনো হামলা হলে তাকে নিরাপত্তা দেয়া সম্ভব হবে না। আর ভৈরব গেলে তার নামে ৫টি মামলা তৈরি আছে বলেও হুমকি দেন ওসি।সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চুন্নুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.