সিলেটপোস্ট২৪রিপোর্ট :কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বদরুল আলম উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলমকে এলাকায় না যেতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক।তিনি বলেন, এলাকায় গেলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে মামলা দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন থানার ওসি বদরুল আলম।এছাড়াও কিশোরগঞ্জে কয়েকটি পৌরসভায় বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।ওসমান ফারুক অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা কিশোরগঞ্জের কয়েকটি পৌরসভায় আচরণ বিধি মানছেন না। একই সঙ্গে পুলিশ তাদের নেতাকর্মীদের হয়রানি করছে। বাজিতপুর পৌরসভায় সরকার দলীয় সাংসদ এলাকায় অবস্থান করে তার ভাই ও মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।তিনি বলেন, আমার কাছে ফোন করে ভৈরব থানার ওসি বলেছেন, শরীফুল আলম যেন আমার সঙ্গে ভৈরবে না যান।নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করে তিনি বলেন, পুলিশ প্রশাসন সরকার দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছে। এজন্য আমরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি।এক প্রশ্নের জবাবে ড. ওসমান ফারুক বলেন, অনেকই মনে করছেন আমরা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাবো। কিন্তু আমরা কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাবো না। নির্বাচন সুষ্ঠু না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।বিএনপি নেতা শরীফুল আলম অভিযোগ করে বলেন, ভৈরব থানার ওসি বদরুল আলম তাকে ফোন করে ভৈরবে যেতে নিষেধ করেছেন। তাকে হুমকি দেয়া হয়েছে যে, ভৈরব গেলে তাকে গ্রেপ্তার করা হবে।শরীফুল আলম বলেন, ওসি তাকে হুমকি দিয়েছেন, এলাকায় গেলে তার উপর কোনো হামলা হলে তাকে নিরাপত্তা দেয়া সম্ভব হবে না। আর ভৈরব গেলে তার নামে ৫টি মামলা তৈরি আছে বলেও হুমকি দেন ওসি।সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চুন্নুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
‘বিএনপি নেতাকর্মীদের থানার ওসির গ্রেপ্তারের হুমকি’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৪, ২০১৫ | ৬:০২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »